দক্ষিণ কাট্টলীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

| বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৮:৫৯ পূর্বাহ্ণ

১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইলের তত্ত্বাবধানে গতকাল সকাল থেকে আরবান সদু চৌধুরী রোড, মুরাদ চৌধুরী বাড়ি এবং মহেশ খালের কিছু অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। প্রায় ৫০ জন সেবক নিয়ে এ কাজ করতে গিয়ে তিনি বলেন, মশার উপদ্রবে মানুষ স্বস্তিতে ঘুমাতে পারছেন না। মশার প্রজনন ক্ষেত্রগুলোতে ওষুধ ছিটানো হচ্ছে। তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, আপনাদের বাসগৃহের ময়লাগুলো নালা বা খালে ফেলবেন না। নগরীকে আবর্জনামুক্ত করা কাউন্সিলর বা মেয়রের একার দায়িত্ব নয়। সবাইকে সচেতন হতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন পরিচ্ছন্ন কর্মকর্তা প্রনব কুমার শর্মা, ফরিদ আহমদ ও ফরিদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমারাত্মক দৃষ্টিনাশী রোগ গ্লুকোমা : ডা. রবিউল
পরবর্তী নিবন্ধপ্রকৌশলী আলী আশরাফের কুলখানি আজ