১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইলের তত্ত্বাবধানে গতকাল সকাল থেকে আরবান সদু চৌধুরী রোড, মুরাদ চৌধুরী বাড়ি এবং মহেশ খালের কিছু অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। প্রায় ৫০ জন সেবক নিয়ে এ কাজ করতে গিয়ে তিনি বলেন, মশার উপদ্রবে মানুষ স্বস্তিতে ঘুমাতে পারছেন না। মশার প্রজনন ক্ষেত্রগুলোতে ওষুধ ছিটানো হচ্ছে। তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, আপনাদের বাসগৃহের ময়লাগুলো নালা বা খালে ফেলবেন না। নগরীকে আবর্জনামুক্ত করা কাউন্সিলর বা মেয়রের একার দায়িত্ব নয়। সবাইকে সচেতন হতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন পরিচ্ছন্ন কর্মকর্তা প্রনব কুমার শর্মা, ফরিদ আহমদ ও ফরিদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।