দক্ষিণ কাট্টলীতে জেলেদের মাঝে চাল বিতরণ

| শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৫৫ পূর্বাহ্ণ

দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে বসবাসকারী জেলে সম্প্রদায়ের মাঝে গত বুধবার ওয়ার্ড কার্যালয়ে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করেন কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল। চাল বিতরণকালে তিনি বলেন, জেলেরা সাগরে মাছ আহরন করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। বছরের নির্দিষ্ট একটি সময়ে সরকারি নিষেধাক্ষার কারণে মাছ ধরা থেকে তাদের বিরত থাকতে হয়। এই সময় তাদের জীবিকা নির্বাহের জন্য সরকার বিজিএফের মাধ্যমে চাল দিয়ে থাকে। এতে ৫শত ৮০জন জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।ওয়ার্ড সদস্য মিন্টু দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য প্রতিনিধি রুবেল শর্মা, খেলন দাশ, সুজন দাশ, মিন্টু দাশ, জিন্টু দাশ ,লিটন দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা-বাবার খেদমত উভয় জাহানের সফলতার সোপান
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে প্রাণিসম্পদ দপ্তরের ‘ব্যবসা পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক প্রশিক্ষণ