দক্ষিণ এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন চট্টগ্রামের গালিব,মুস্তাকিম

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ভারতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান রিজিয়ন জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রামের দুই তরুন সিফাত উল্লাহ গালিব এবং মুস্তাকিম। বাংলাদেশের কোন প্রতিযোগীর ভারতে গিয়ে এ ধরনের শিরোপা জেতার রেকর্ড এটাই প্রথম। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে গালিব এবং মুস্তাকিম জুটি ২-১ সেটে স্বাগতিক ভারতের অভিনব গার্গ ও প্রতীক কুন্দিলিয়া জুটিকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। প্রথম সেট গালিব- মুস্তাকিম জুটি ২১-১৬ পয়েন্টে জিতলেও দ্বিতীয় সেটে ১৮-২১ সেটে হেরে যায়। ফলে ম্যাচ গড়ায় তৃতীয় সেটে। শিরোপা নির্ধারনী সে সেটে গালিব-মুস্তাকিম জুটি ২১-১৬ পয়েন্টে জিতে ইতিহাস রচনা করে। চট্টগ্রামের তরুন ব্যাডমিন্টন খেলোয়াড় গালিব এর আগে বাংলাদেশে জুনিয়র পর্যায়ে একাধিক শিরোপা জয় করে। এবার দেশের বাইরে থেকে দেশের জন্য সম্মান বয়ে আনলেন এই তরুন। এই টুর্নামেন্টে ফাইনালের দুই দলের বাইরে মালদ্বীপ, ভূটান, নেপাল ও শ্রীলংকার শাটলাররা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধকিষোয়ান স্পোর্টিং ক্লাবের ফুটবল অনুশীলন ক্যাম্পের উদ্বোধন
পরবর্তী নিবন্ধজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ফটিকছড়ি ও বাঁশখালী চ্যাম্পিয়ন