দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ঢাকা ছেড়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:৩৯ পূর্বাহ্ণ

দুই মাসের বেশি সময় খেলাবিহীন কাটানোর পর মাঠে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ ক্রিকেট দল। আগামী বছরের বিশ্বকাপের দীর্ঘমেয়াদি প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে গেছে যুবারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজ ও জিম্বাবুয়ের মাঠে ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি জানায় বিসিবি। একই সঙ্গে দুই দেশে সফরের জন্য ১৬ সদস্যের দলও ঘোষণা করা হয়। প্রায় এক মাসের সফরে গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হয়েছে যুব ক্রিকেটাররা। পরে আগামী ২৩ জুলাই দক্ষিণ আফ্রিকাকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে তারা চলে যাবে জিম্বাবুয়েতে। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ঘোষিত দলে লেগ স্পিনার দুজন। তারা হলেণ দেবাশিষ সরকার ও স্বাধীন ইসলাম। গত এক বছর ধরে অনূর্ধ্ব১৯ দলে খেলা ক্রিকেটারদের নিয়েই গড়া ১৬ জনের এই স্কোয়াড। বয়সভিত্তিক দল হলেও, স্বীকৃত ক্রিকেট খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার আছেন সাতজন। অধিনায়ক আজিজুল, সহঅধিনায়ক জাওয়াদ আবরার ও পেসার ইকবাল হোসেন খেলেছেন বিপিএলে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে সামিউন বশির, আল ফাহাদ, রাফিউজ্জামান রাফি ও স্বাধীন ইসলামের।

প্রোটিয়া যুবাদের বিপক্ষে মূল সিরিজ শুরুর আগে প্রিটোরিয়ায় আগামী সোমবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ১৭, ১৯ ও ২২ জুলাই । সবগুলো ম্যাচ হবে বেনোনির উইলোমুর পার্কে। ওয়ানডে সিরিজ শেষে পরদিন ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়েতে চলে যাবে দুই দল। সানরাইজ স্পোর্টস ক্লাবে আগামী ২৫ জুলাই শুরু হবে সিরিজ। একে অপরের বিপক্ষে তিনটি করে মোট ৬টি ম্যাচ খেলবে তিন দল। প্রথম দুটি ম্যাচের পর বাকি সব খেলা হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। তাদের বিপক্ষে পরের দুই ম্যাচ ৩১ জুলাই ও ৬ আগস্ট। স্বাগতিকদের বিপক্ষে ২৮ জুলাই, ১ ও ৬ আগস্ট খেলবে বাংলাদেশ। শীর্ষ দুই দলকে নিয়ে আগামী ১০ অগাস্ট হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে অনূর্ধ্ব১৯ বিশ্বকাপের পরবর্তী আসর। ত্রিদেশীয় সিরিজটি খেলে তাই কন্ডিশন সম্পর্কে ধারণা নিয়ে আসার লক্ষ্য বাংলাদেশের।

বাংলাদেশ অনূর্ধ্ব১৯ স্কোয়াড : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহঅধিনায়ক), সামিউন বশির, দেবাশিস সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান, কালাম সিদ্দিকি এলিন, সানজিদ মজুমদার, শাহরিয়া আল আমিন, ফারজান আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ, রিফাত বেগ, স্বাধীন ইসলাম। স্ট্যান্ডবাই: শাহরিয়ার আহমেদ, শাহরিয়ার আজমির, মোহাম্মদ সবুজ, ফারহান শাহরিয়ার।

পূর্ববর্তী নিবন্ধবিপিএল ঢেলে সাজাতে কাজ শুরু করছে বিসিবি
পরবর্তী নিবন্ধআবারো জোড়া গোল করে রেকর্ড গড়লেন মেসি