দক্ষিণ আফ্রিকায় সাতকানিয়ার এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার নাম মো. মিজানুর রহমান (২৫)। এসময় তার কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা ছিনিয়ে নিয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ সময় বিকাল ৫ টার দিকে দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকের নামপুলা প্রভিসের সালাওতে নিজ বাসায় এ ঘটনা ঘটে। মিজানুর রহমান সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর ঢেমশা মাইজ পাড়ার মো. নুরুচ্ছফার ছেলে।
মিজানের বড় ভাই নাজিম উদ্দিন জানান, ২০১৫ সালের শুরুর দিকে মিজান দক্ষিণ আফ্রিকায় যায়। সেখানে গিয়ে প্রথমে আমাদের একই এলাকার জাগির হোসেন নামের একজনের দোকানে চাকরি করতো। পরে নিজে ব্যবসা শুরু করে। সেখানে রড-সিমেন্টের দোকান করতো। ঘটনার দিন মিজান তার মালিকের বাসা থেকে টাকা নিয়ে নিজের বাসায় আসে। বাসায় ফেরার কিছুক্ষণ পরে সন্ত্রাসীরা বাসায় এসে মিজানকে শ্বাসরোধ করে হত্যার পর প্রায় অর্ধকোটি টাকা নিয়ে যায়। মনে হচ্ছে টাকা ছিনিয়ে নেয়ার জন্যই আমার ভাইকে হত্যা করেছে।
তিনি আরো জানান, লাশ দেশে নিয়ে আসার বিষয়ে কথা বলেছি। দেশে আনতে নাকি কমপক্ষে একমাস সময় লাগবে। এরপরও লাশ দেশে নিয়ে আসার ইচ্ছা আছে।
ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল হক জানান, উত্তর ঢেমশা মাইজ পাড়ার মো. মিজানুর রহমান দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে। এসময় সন্ত্রাসীরা তার কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা ছিনিয়ে নিয়েছে বলে শুনেছি। তার লাশ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিলে আমার পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে।