বিশ্ব অর্থনীতির এক চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচটি দেশের জোট ব্রিকস এর নেতারা আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় মিলিত হচ্ছেন। পাঁচ দেশের নামের আদ্যক্ষর দিয়ে নামকরণ করা জোটের সদস্য দেশগুলো হচ্ছে–ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। রয়টার্স বলছে, বিশ্বব্যাপী পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করতে শিথিল জোটটিকে কীভাবে একটি ভূ–রাজনৈতিক শক্তিতে পরিণত করা যায় এবারের বৈঠকে তা নিয়ে আলোচনা করবেন দেশগুলোর নেতারা। ইউক্রেনে কথিত যুদ্ধাপরাধ নিয়ে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে যোগ দিচ্ছেন না। তবে বৈঠকে থাকবেন চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নেতারা। খবর বিডিনিউজের।
২২ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের এবারের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রয়টার্স জানিয়েছে, তারা কী নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে আলোচ্য সূচীর মধ্যে জোটের সমপ্রসারণের বিষয়টি উপর দিকে থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবিত সমপ্রসারণ নিয়ে ব্রিকস নেতাদের মধ্যে দ্বিমত চলছে।