অবশেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে পরাজয়ের বৃত্ত ভাঙল বাংলাদেশ। ১৪ টি ওয়ানডে ম্যাচ খেললেও দেশটিতে একটি মাত্র ম্যাচ জিতেছে টাইগাররা। সেটিও স্বাগতিকদের বিপক্ষে নয়। অবশেষে বহু কাঙ্খিত সে জয় পেয়েছে বাংলাদেশ৷
স্বাগতিকদের ৩৮ রানে হারিয়ে সিরিজ শুরু করেছে টাইগাররা। সেঞ্চুরিয়নে ব্যাটে বলে দারুন নৈপুণ্য দেখিয়ে ইতিহাস বদলানো জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে সাকিব, লিটন, রাব্বির হাফ সেঞ্চুরির পর তামিম, রিয়াদ, মিরাজদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩১৪ রানের পাহাড়ে চড়ে বাংলাদেশ। এরপর বল হাতে মিরাজ, তাসকিনদের দাপট। আর তাতেই ইতিহাস গড়া হয়ে যায় বাংলাদেশের।
ব্যাট হাতে সাকিবের ৭৭, লিটন ৫০, রাব্বি ৫০ করে দলের ইনিংসে বড় ভূমিকা রাখেন। তামিমের ৪১, মিরাজের ১৯ আর মাহমুদুল্লাহর ২৫ তাতে মূল্যবান সংযোজন।
৩১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তাসকিনের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। যদিও দুশান আর মিলার চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের সেই চেষ্টায় জল ঢেলে দেন মিরাজ। তার ঘূর্ণিতে শেষ পযর্ন্ত ২৭৬ রানে থামে দক্ষিণ আফ্রিকা। দশান ৮৬ আর মিলার ৭৯ রান করলেও দলকে জেতাতে পারেনি। মিরাজ নিয়েছেন ৪ উইকেট। তাসকিনের শিকার ৩ টি। শরীফুল নিয়েছেন ২ টি। ম্যচ সেরার পুরষ্কার উঠে সাকিবের হাতে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ৩১৪/৭ (তামিম ৪১, লিটন ৫০, সাকিব ৭৭, মুশফিক ৯, ইয়াসির ৫০, মাহমুদউল্লাহ ২৫, আফিফ ১৭, মিরাজ ১৯*, তাসকিন ৭*; এনগিডি ১০-১-৭৫-১, রাবাদা ১০-০-৫৭-১, ইয়াসেন ১০-১-৫৭-২, মহারাজ ১০-০-৫৬-২, ফেলুকওয়ায়ো ১০-১-৬৩-১)
দক্ষিণ আফ্রিকা: ৪৮.৫ ওভারে ২৭৬ (ভেরেইনা ২১, মালান ৪, বাভুমা ৩১, মারক্রাম ০, ফন ডার ডাসেন ৮৬, মিলার ৭৯, ফেলুকওয়ায়ো ২, ইয়ানসেন ২, রাবাদা ১, মহারাজ ২৩, এনগিডি ১৫*; সাকিব ১০-০-৫৪-০, শরিফুল ৮-০-৪৭-২, তাসকিন ১০-১-৩৬-৩, মুস্তাফিজ ১০-০-৫০-০, মিরাজ ৯-০-৬১-৪, মাহমুদউল্লাহ ১.৫-০-২৪-১)