দক্ষিণ আফ্রিকার সব বোর্ড সদস্যের পদত্যাগ

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১১:০৭ পূর্বাহ্ণ

ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় (সিএসএ) পদত্যাগের হিড়িক পড়েছে। গত রোববার বোর্ডের ছয় সদস্য পদত্যাগ করেছিলেন। গতকাল সোমবার বাকি চার সদস্যও পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ নিয়ে বোর্ডে থাকা ১০ সদস্যই সরে দাঁড়ালেন তাদের পদ থেকে। গত বছর থেকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের টালমাটাল অবস্থা। দুর্নীতির অভিযোগ ওঠার পর মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ান সভাপতি ক্রিস নেনজানি। তার জায়গায় অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব নেওয়া বেরেসফোর্ড উইলিয়ামসসহ আরও পাঁচ সদস্য রবিবার পদত্যাগ করেন। তাদের পর সোমবার সরে দাঁড়িয়েছেন বাকি চার সদস্য। সিএসএ তাদের অফিসিয়াল টুইটারে নিশ্চিত করেছে বিষয়টি।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকের ডেটিং সেবা
পরবর্তী নিবন্ধলঙ্কান লিগ থেকে সরে গেলেন পাঁচ বিদেশি