অলিম্পিক গেমসে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জয় করেছেন দক্ষিণ আফ্রিকার টাজানা স্মিথ। দুর্দান্ত এক লড়াই শেষে টাজানা আফ্রিকান দেশটির হয়ে এবারের গেমসে প্রথম স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান। তিন বছর আগে টোকিও গেমসে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে চ্যাম্পিয়ন টাজানা চায়নার ট্যাং কিয়ানটিং ও আয়ারল্যান্ডের সোনা ম্যাকশিরিকে পিছনে ফেলে ১:০৫.২৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন। এই ইভেন্টে টোকিও গেমসে রৌপ্য পদক জয় করেছিলেন ২৭ বছর বয়সী জোহানেসবার্গের এই সাঁতারু।