চট্টগ্রাম সার্কিট হাউজে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দক্ষিণ জেলা আওয়ামী লীগের বৈঠকে আগামী ১২ ডিসেম্বর জেলা সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতির পাশাপাশি বাঁশখালী, বোয়ালখালী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
গতকাল বিকালে অনুষ্ঠিত সার্কিট হাউজে কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়া বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের (এই উপজেলায় দীর্ঘ ২৫ বছর পর সম্মেলন হতে যাচ্ছে) সম্মেলন ৬ ডিসেম্বর, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ৮ ডিসেম্বর, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ৯ ডিসেম্বর এবং আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় নেতাদের সাথে সার্কিট হাউজে বৈঠক থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান আজাদীকে এ তথ্য জানিয়েছেন।