চট্টগ্রাম দক্ষিণজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নবগঠিত শাকপুরা ইউনিয়ন যুবলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার বিকালে নবগঠিত শাকপুরা ইউনিয়ন যুবলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. ছাদেক হোসেন মেম্বারের সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত যুগ্ম আহবায়ক রনি চৌধুরী মেম্বার, বিশুরাম সাটু, এ এইচ এম মুজিবুর হক রশ্মি, জালাল উদ্দীন ডালিম, সাইফুল ইসলাম টিপু, জামাল উদ্দিন, মাসুদুল ইসলাম মাসুদ, শাহাদাত হোসেন রুবেল, কেশব দাশ, নিজাম উদ্দিন, সাজ্জাদ নিরব প্রমুখ।
এ সময় দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন জনগণের কাছে পৌঁছে দিতে এবং যুবলীগের সংগঠনকে শক্তিশালী করতে আপনাদের উপর যে দায়িত্ব দেয়া হয়েছে তা সততা ও আন্তরিকতার সাহিত পালন করবেন। উল্লেখ্য যে, গত ৯ অক্টোবর সাদেক হোসেনকে আহবায়ক, রনি চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে শাকপুরা ইউনিয়ন যুবলীগ সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেয় উপজেলা যুবলীগ।