দক্ষতার সাথে কাজ করার জন্য শেখার শেষ নেই

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মশালায় উপাচার্য

| বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হলরুমে কর্মক্ষেত্রে যোগাযোগ শীর্ষক কর্মশালা গত ২৯ জুন অনুষ্ঠিত হয়। কর্মক্ষেত্রে দক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের করণীয় সম্পর্কে জ্ঞাত করেন প্রধান আলোচক উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।
তিনি বলেন, সততা ও দক্ষতার সাথে কাজ করার জন্য প্রতিনিয়ত শেখার শেষ নেই। আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে কাজ করলেই কেবল নিজের কর্মদক্ষতা প্রকাশ হওয়ার সুযোগ রয়েছে। উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
ডিন অধ্যাপক ডা. মনোয়ারুল হক শামীম, ডিন অধ্যাপক ডা হাফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মাসুদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রিক ডা. দেলোয়ার হোসেন রেজিস্টার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরিন ও উপ-কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে তিন ভাই আহত
পরবর্তী নিবন্ধ২১ দিনেও হদিস মিলেনি হাটহাজারীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের