প্রবর্তক স্কুল এন্ড কলেজে রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের উদ্যোগে ও প্রবর্তক স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ক্লাবের সার্বিক সহযোগিতায় থ্যালাসেমিয়া রোগ বিষয়ে সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ৩০০ ছাত্র–ছাত্রী অংশগ্রহন করে। সঞ্চালক প্রভাষক মুক্তা দত্তের উপস্থাপনায় সেমিনারে ডা. জয়নাল আবেদীন মুহুরী তাঁর বক্তব্যে রোগের কারণ, সংক্রমিত হওয়া রোগীর কি কি করণীয় ও রোগ সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । ডা. মুহুরী বলেন, সাধারণত জন্মগতভাবে একটি শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে থাকে যা, শিশু ও মা–বাবার কোন ভুল থেকে নয় বরং জেনেটিক্যালি বা জিনগত কারণে হয় । যথাযথ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ, নিয়মিত রক্ত সঞ্চালন ও সঠিক পরিচর্যার মাধ্যমে এ রোগে আক্রান্ত শিশুকে সুস্থ জীবন যাপনের ব্যবস্থা করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। সেমিনারে বক্তব্য রাখেন সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এস. এম. মুহিবুর রহমান, রোটারিয়ান নোমান বিন জহির উদ্দিন ও কলেজ অধ্যক্ষ মনোজ কুমার দেব। উপস্থিত রোটারিয়ান এস এস মো. কেরামাতুল আজিম, রোটারিয়ান মোহাম্মদ হাসান, , মোহাম্মদ নুরুল হাসান, সুপর্ণা চৌধুরী, মাহাবুবুল হাসান, আইরিন সুলতানা প্রমুখ। অধ্যক্ষ মনোজ কুমার দেব এই ধরণের যোগপোযুগী একটি সেমিনার করার জন্য রোটারি ক্লাব এরিস্টোক্রেটকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।