থেমে থেমে বৃষ্টি, ভোগান্তি

৩ নম্বর সতর্কতা সংকেত ২৬ মে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৬:২৯ পূর্বাহ্ণ

নগরীতে গতকাল দুপুর থেকে কখনো থেমে থেমে কখনো হালকা আবার কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে বৃষ্টি থেমে গেলে পানিও দ্রুত নেমে যায়। আবহাওয়া অফিস বলছে, আজও নগরীতে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে। অপরদিকে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালার কারণে বজ্রসহ বৃষ্টিপাতের সাথে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে আগামী ২৬ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর থেকে বৃষ্টিপাতের কারণে নগরীর জিইসি মোড়, বহদ্দারহাট, বাদুরতলা, কাপাসগোলা, বাকলিয়া মিয়াখান নগর, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ নগরীর আরো কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এটি দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। এদিকে বৃষ্টির কারণে কর্মজীবী নারীপুরুষকে বিড়ম্বনায় পড়তে হয়। সড়কে গণপরিবহনের সংখ্যা কমে যায়। বাড়তি ভাড়া গুণে অনেকই বাধ্য হয়ে সিএনজি ও রিকশাযোগে গন্তব্যস্থলে পৌঁছেন। নগরীর ২নং গেট এলাকায় কথা হয় বেসরকারি চাকরিজীবী ফরিদ উদ্দিনের সাথে। তিনি বলেন, বৃষ্টির কারণে অনেকক্ষণ সড়কে দাঁড়িয়ে থাকার পরেও গাড়ি পাচ্ছি না।

গতকাল আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সে কারণে চট্টগ্রাম, কঙবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া জানান, আজ (গতকাল) আমবাগান আবাহওয়া অফিসের হিসেবে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পতেঙ্গা আবহাওয়া অফিসের হিসেবে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিস সূত্র জানায়, আগামী ২৬ মে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ২৯ বা ৩০ মের দিকে এটি আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারেএমন শঙ্কা আছে আবহাওয়া অধিদপ্তরের। আর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘শক্তি’। নামটি শ্রীলঙ্কার দেওয়া।

পূর্ববর্তী নিবন্ধকোমরে প্লাস্টিকের বোতল বেঁধে নদীতে ভাসিয়ে দেয় বিএসএফ
পরবর্তী নিবন্ধভোট এ বছর না হলে সরকারের পাশে থাকা কঠিন হবে