থিয়েটার এগেইনস্ট করোনা সমীকরণের ‘স্বাধীনতার একাল-সেকাল’ মঞ্চস্থ

| রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:৩২ পূর্বাহ্ণ

‘করোনার বিরুদ্ধে নাটক’ শীর্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী দেশের ৩০০ নাট্য, নৃত্য, আবৃত্তি দলের অংশগ্রহণে করোনার বিরুদ্ধে নতুন প্রযোজনা মঞ্চায়ন কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরমের নাট্যদল সমীকরণ থিয়েটার তার মৌলিক প্রযোজনা ‘স্বাধীনতার একাল-সেকাল’ শীর্ষক পথনাট্য মঞ্চায়ন করেছে। শেখ রাসেল শিশু পার্কস্থ রাসেল স্কয়ারে মঞ্চস্থ নাকটি রচনা করেন মো. আশিকুর রহমান এবং নির্দেশনায় ছিলেন সমীকরন থিয়েটারের দলপতি আলোক মাহমুদ। কারিগরি পৃষ্ঠপোষকতায় ছিল চট্টগ্রামের ই-কমার্স স্ট্যার্টআপ রেড গ্রোসার লিমিটেড। পরিবেশনায় অভিনয় শিল্পী ছিলেন বিপ্লব ভট্টাচার্য, মোস্তফা মানিক, ইফরাদ আবেদ, আশরাফা হোসাইন, ফৌওজুল আকবর রিফাত এবং মোহাম্মদ মাসুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধপশ্চিম রাউজানে বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত