থিয়েটার ইনস্টিটিউটে আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় হাওয়াইয়ান গীটার বাদন সন্ধ্যা ‘সুরাঞ্জলি’ অনুষ্ঠিত হবে। ৩৮ তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে অন্তরা হাওয়াইয়ান গীটার শিল্পী গোষ্ঠী, চট্টগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করছেন। উপমহাদেশে বরেণ্য সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, কিশোর কুমার ও বাপ্পি লাহিড়ীর গান নিয়ে উক্ত বাদন সন্ধ্যা সবার জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
অনুষ্ঠানে সকলকে যথা সময়ে উপস্থিত থাকতে উক্ত শিল্পী গোষ্ঠী, চট্টগ্রামের সভাপতি ডা. বাবুল কান্তি সেনগুপ্ত, সাধারণ সম্পাদক আশীষ কুমার বৈদ্য ও উদযাপন পরিষদের আহ্বায়ক দুলাল কান্তি দে এক বিবৃতিতে অনুরোধ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।