থিসারার অবসরে অবাক সতীর্থরা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৫ মে, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

হুট করে থিসারার অবসর মানতেই পারছেন না তার সতীর্থরা। দিনেশ চান্দিমালের চোখে রঙিন পোশাকে এখনও শ্রীলংকার সেরা অলরাউন্ডার থিসারা পেরেরা। বিশ্বাস করতে পারছেন না শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নেও। থিসারার বিদায়ে প্রতিক্রিয়ার ঝড় বয়ে যাচ্ছে লংকান ক্রিকেটে। মাত্র ৩২ বছর বয়সেই সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন থিসারা। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বছর চারেক আগেই। তবে সীমিত ওভারে যথেষ্টই কার্যকর তিনি। খেলেছেন শ্রীলংকার সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও।চান্দিমাল টুইটারে জানান তার প্রতিক্রিয়া। ‘তোমার অবসরের খবরে আমি স্তম্ভিত হয়ে গেছি। ঝড় আসবে-যাবে, তুমি আরেকটু ধৈর্য ধরতে পারতে! এখনও সীমিত ওভারে শ্রীলংকার সেরা অলরাউন্ডার। যাই হোক, তোমার সঙ্গে খেলতে পারা ছিল দারুণ, পান্ডা! তোমার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা।’
সতীর্থদের কাছে থিসারার আদুরে নাম ‘পান্ডা।’ টেস্ট ও ওয়ানডে অধিনায়ক করুনারত্নে টুইটারে ‘ধন্যবাদ পান্ডা’ লিখে জানান তার ভাবনা। ‘বিশ্বাস করা কঠিন যে তুমি মাঠ ছেড়ে যাচ্ছো’।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলংকা থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে ক্রিকেটাররা
পরবর্তী নিবন্ধজামাল ভূইয়ার ‘ঈদ উপহার’