থার্টিফার্স্ট নাইটে কক্সবাজারে সব ধরনের উদযাপন নিষিদ্ধ

কঠোর নিরাপত্তা ব্যবস্থা

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ৬:২৫ পূর্বাহ্ণ

দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচনী প্রেক্ষাপট বিবেচনায় থার্টিফাস্ট নাইট উপলক্ষে পর্যটন নগরী কঙবাজারে সব ধরনের উদযাপন নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার শহর ও সৈকত এলাকায় আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে বা সড়কে কনসার্ট, নাচগানসহ কোনো ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া আতশবাজি ও পটকা বিক্রি বা বিপণন কেন্দ্র, বার ও মদের দোকানে ক্রয়বিক্রয় বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো, জয় রাইড ও যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার আলোকে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঙবাজার শহরের ১০টি গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বসানো হচ্ছে। পাশাপাশি শহর ও জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, জেলা শহরে ২টি মোবাইল টিম, ৭টি টহল টিম ও ৪টি মোটরসাইকেল টিম মাঠে কাজ করছে। পর্যটক ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশাপলা সমাজকল্যাণ পরিষদের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধমুহাম্মদ আজিজুল হক