থার্টিফার্স্ট নাইটের আয়োজন নেই,তবুও কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

পাওয়ানা পাওয়ার হিসেব ভুলে, পুরনো জীর্ণতা মুছে নূতন বছরকে বরণে প্রস্তুত বিশ্ববাসী। আজ বছরের শেষ দিনে বর্ষবিদায়ে নানা আয়োজন করেছে মানুষ। পর্যটন নগরী কক্সবাজারে এর বেশ প্রভাব পড়েছে। বিস্তীর্ণ সমুদ্র তটে দাঁড়িয়ে শেষ সূর্যাস্ত দর্শনে মানুষের ঢল নামবে।

তবে এবারও কক্সবাজারে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ‘ওপেন’ কোনো আয়োজন নেই। উন্মুক্ত স্থান কিংবা বাসার ছাদে কোনো আয়োজন না করার নির্দেশনা দিয়ে রেখেছে জেলা প্রশাসন। তবুও থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে বিপুল পর্যটক সমাগম হয়েছে পর্যটনের এই নগরে। বিপুল পর্যটক আগমনে শহরের পাঁচ শতাধিক হোটেলমোটেল, রিসোর্টগেস্টহাউসের সব কক্ষ বুকিং হয়ে গেছে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা প্রশাসন ও পর্যটন সংশিষ্ট বিভিন্ন সূত্রে এই তথ্য জানা গেছে। তারা বলছেন, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে এবার অন্যান্য বছরের চেয়ে বেশি পর্যটক সমাগম হবে। ২৮ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অন্তত পাঁচ লাখ পর্যটক সমাগম হবে।

কঙবাজার হোটেলমোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, এই বছর দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ অনুকূলে রয়েছে। তাই থার্টিফার্স্ট নাইট ঘিরে রেকর্ড পর্যটক এসেছে। এতে সব হোটেলমোটেল ও গেস্ট হাউজে শতভাগ বুকিং আছে। আরো অনেক পর্যটক কক্ষ চাইলেও দিতে পারছি না। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত শহরের পাঁচ শতাধিক হোটেলমোটেল, রিসোর্টগেস্ট হাউসের সব কক্ষ বুকিং হয়ে গেছে।

জানা গেছে, থার্টিফার্স্ট নাইট ঘিরে উন্মুক্ত কোনো অনুষ্ঠান না থাকলেও সীমিত পরিসরে আয়োজন করছে তারকামানের হোটেল সায়মান বিচ, হোটেল ওশান প্যারাডাইস, হোটেল কঙটুডেসহ আরও বেশ কয়েকটি হোটেল। হোটেলের ভেতরে থাকছে কনসার্টের আয়োজন। ইতোমধ্যে হোটেলগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। তবে সমুদ্র সৈকত ও হোটেলে হোটেল কর্তৃপক্ষ ও বিভিন্ন পর্যটকসেবী সংগঠন পর্যটকদের ফুল দিয়ে অভ্যর্থনা জানাতে পারে।

কঙবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে সৈকতের কোথাও উন্মুক্ত স্থানে কনসার্ট কিংবা অন্য কোনও অনুষ্ঠান থাকছে না। সৈকতে আতশবাজি, পটকা ফোটানো নিষেধ। তবে প্রশাসনের অনুমতি নিয়ে একাধিক তারকা হোটেল নিজেদের ইনডোরে কনসার্টের আয়োজন করছে। সেখানে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। আমরা সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দিয়েছি।

ট্যুরিস্ট পুলিশ কঙবাজার রিজিওনের সহকারী পুলিশ সুপার আবুল কালাম বলেন, থার্টিফার্স্ট নাইট ঘিরে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছি। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমাদের টহল আরও দুই গুণ করা হয়েছে। পাশপাশি সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার লোকজন নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন।

পূর্ববর্তী নিবন্ধখেলনা পিস্তল দিয়ে মহাসড়কে ডাকাতির চেষ্টা, কারসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধপাহাড় কেটে ভরাট করা হচ্ছে পুকুর জমি জলাশয়