থানা হেফাজতে পিকআপ ভর্তি মালামাল

পটিয়ায় চোর সন্দেহে ২ ব্যক্তিকে পুলিশে দিল জনতা

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:১৫ পূর্বাহ্ণ

পটিয়ার বড়লিয়ায় রাতের আধাঁরে পিকআপে করে চোরাই মালামাল নেওয়ার সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে তুলে দিয়েছে স্থানীয় জনতা। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ওকান্যারা খান বাড়ি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, পটিয়ার জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের পুত্র মো. লোকমান (৩২) ও একই এলাকার আবুল কালামের পুত্র মো. আতিক (১৯)

জানা গেছে, বড়লিয়ার ওকান্যারায় রাস্তা দিয়ে একটি পিকআপভর্তি পারিবারিক ব্যবহৃত জিনিসপত্র নিয়ে যেতে দেখে স্থানীয়রা। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটি আটকে দেয়। পরে গাড়িতে ১টি ফ্রিজ, ১টি গ্যাসের চুলা ও ১টি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। এ সময় উত্তেজিত জনতা পিকআপে থাকা দুইজনকে আটক করে তাদের কাছে পিকআপে পাওয়া জিনিসপত্রের বিষয়ে জানতে চায়। আটক ব্যক্তিরা প্রথমে এগুলো বাসা বদলানোর মালামাল বললেওএ বিষয়ে তারা কোনো সঠিক তথ্য জানাতে পারেনি। পরে স্থানীয়রা তাদের মারধর করে পুলিশে সোপর্দ করে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। উদ্ধারকৃত মালামালের বিষয়ে যাচাইবাছাই করা হচ্ছে। পিকআপসহ মালামালগুলো থানা হেফাজতে রয়েছে। আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারকে আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধজুলাই সনদের চূড়ান্ত খসড়া দলগুলোর হাতে