চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আওতাধীন চারটি থানার একজনসহ চার যুগ্ম আহবায়কের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়।
পদ স্থগিত করা নেতৃবৃন্দ হচ্ছেন- কোতোয়ালি থানা ছাত্রদলের আহবায়ক ইয়াকুব আলী জুয়েল, চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, পতেঙ্গা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শামশেদ আলী ও ইপিজেড থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান সাদ্দাম রানা।
বিষয়টি নিশ্চিত করে নগর ছাত্রদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য আল মামুন সাদ্দাম আজাদীকে জানান, গতকাল বুধবার ছাত্রদল চট্টগ্রাম মহানগর আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন পদ স্থগিতের সিদ্ধান্ত অনুমোদন করেন।












