থানাকে মামলা নিতে আদালতের নির্দেশ

কর্ণফুলীতে বৃদ্ধের উপর হামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

সিএমপির অধীন কর্ণফুলী থানা এলাকায় নুরুল ইসলাম নামের এক বৃদ্ধের উপর হামলার ঘটনায় কর্ণফুলী থানাকে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে বৃদ্ধের ছেলে আবদুন নুর বাদী হয়ে মামলা করেন। আদালতের বিচারক সরোয়ার জাহান বাদীর অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য কর্ণফুলী থানার ওসিকে নির্দেশ দেন। মামলার আসামির হলো- স্থানীয় আবু সৈয়দের ছেলে নয়ন উদ্দিন, মো. জসিম, মৃত আবদুল গনির ছেলে মো. রফিক, মৃত অলি আহমদের ছেলে আবদুস সালাম। আসামিরা গত ১৩ ফেব্রুয়ারি ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রশস্ত্র দিয়ে নুরুল ইসলামের উপর হামলা চালায়। আহত নুরুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসা দেয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করেন মামলার বাদী আবদুন নুর।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ দৈনিক আজাদীকে বলেন, ‘আহত ব্যক্তিকে চিকিৎসা দিতে তার পরিবারের সদস্যরা ব্যস্ত থাকায় থানায় মামলা দিতে দেরি হয়। এতে কর্ণফুলী থানা মামলা না নেয়ায় বুধবার আদালতে মামলা দায়ের করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত শুনানি শেষে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য কর্ণফুলী থানাকে নির্দেশ দিয়েছেন।’

পূর্ববর্তী নিবন্ধজামালপুরে জেএমবির পাঁচ সদস্যের ১৫ বছর কারাদণ্ড
পরবর্তী নিবন্ধরেল স্টেশন এলাকা থেকে ইয়াবাসহ রোহিঙ্গা আটক