থানচির সীমান্ত সড়কে ডাম্পার উল্টে চালক নিহত

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচি উপজেলার লিক্রি সীমান্ত সড়কে ডাম্পার ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম উসিপ্রু মারমা (৩৬)। তিনি রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের সাপমারা গ্রামের বাসিন্দা চিংবাইঅং মারমার ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, থানচিলিক্রি সড়কের তিন্দু ইউনিয়নের ৫৬ কিলোমিটার এলাকায় পুনিয়া পাড়া ১৭ ইসিবি সেনাবাহিনী ক্যাম্পসংলগ্ন স্থানে একটি ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ট্রাকচালক।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ১৭ ইসিবি সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে দ্রুত থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, সীমান্ত সড়কের বিভিন্ন পয়েন্টে পানি সরবরাহের সময় সড়কের একটি বাঁকে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইমাম শেরে বাংলা (রহ.) ছিলেন বেলায়তের উঁচু মর্যাদার অধিকারী
পরবর্তী নিবন্ধআমির ভাণ্ডার দরবারের ওরশ ১৫ জানুয়ারি