থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচিতে বড়পাথর দর্শণীয় স্থানে পানিতে ডুবে নিঁখোজ হওয়া পর্যটক মো: ফজলে এলাহী ফয়সালের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকালে তার লাশ উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার তীন্দু ইউনিয়নের বড়পাথর দর্শণীয় পর্যটন স্পট এলাকায় শনিবার ভ্রমণে গিয়ে সাঙ্গু নদীর বড়পাথর পর্যটন স্পটে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় পর্যটক মো. ফজলে এলাহী ফয়সাল। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার অর্ন্তগত পূর্ব মেরাসানীর এলাকায়। নিখোঁজের একদিন পর রোববার বিকালে ঘটনাস্থল থেকে দশফুট দূরে খাল থেকে নিখোঁজের লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, বড়পাথর এলাকায় পানিতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির আত্মীয় স্বজন থানচিতে পৌঁছেছে। লাশটি ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপুঁজিবাজারে আড়াই মাসে বড় পতন
পরবর্তী নিবন্ধ১০ জাপানি গাড়িসহ ৯৩ লট পণ্যের নিলাম বৃহস্পতিবার