থানচিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচি উপজেলায় পরিবেশ ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইটভাটা চালু রাখায় পলাতক আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান সুজনের মেসার্স এস বিএম ব্রিকস নামে একটি ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলার হেডম্যান পাড়াস্থ ইটভাটায় এ অভিযানের নেতৃত্ব দেন থানচির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহআলফয়সাল। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরাও অভিযানে অংশগ্রহণ করেন। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহআলফয়সাল জানান, দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়াই হেডম্যান পাড়াস্থ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পলাতক আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান সুজন স্বজনদের মাধ্যমে ইটভাটাটি পরিচালনা করছেন। এতে হেডম্যান পাড়ার লোকজন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার লোকজন প্রবহমান ঝিরির পানি নষ্ট ও স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করে আসছিলেন। পাশাপাশি পরিবেশ ও গাছপালার উপরও মারাত্মক ক্ষতি হচ্ছে। তিনি আরো বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত ভাবে চলমান থাকবে। ভবিষ্যতে কেউ অবৈধ ভাবে ইটভাটা স্থাপন বা পরিচালনা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধভারত থেকে দৈনিক ৬ হাজার টন করে পেঁয়াজ আমদানির অনুমতি
পরবর্তী নিবন্ধমরা মুরগী জবাই করে সরবরাহ হচ্ছিল হোটেলে