আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করা গ্যাস পাইপলাইনে সরবরাহের কাজে যুক্ত একটি ভাসমান এলএনজি টার্মিনাল সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হবে ৭২ ঘণ্টা। এতে করে নতুন বছরের শুরুতেই কমে যাবে গ্যাস সরবরাহ। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রি–গ্যাসিফিকেশন ইউনিট) ১ জানুয়ারি বুধবার সকাল ৯টা থেকে ৪ জানুয়ারি শনিবার সকাল ৯টা পর্যন্ত একটানা ৭২ ঘণ্টা বন্ধ থাকবে। ফলে গ্যাসের সরবরাহ হ্রাস পাবে এবং দেশের সর্বত্র সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। খবর বিডিনিউজের।
বর্তমানে দেশে প্রতিদিন থেকে ২৭০০ থেকে ২৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে সাগরে ভাসমান দুটি এফএসআরইউ থেকে আসে প্রায় ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি এফএসআরইউ বন্ধ থাকলেও আরেকটি টার্মিনাল দিয়ে দিনে ৫৭০ থেকে ৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। অর্থাৎ, সরবরাহ কমবে ১৫০–১৮০ মিলিয়ন ঘনফুট। অন্যান্য খাতে দৈনিক প্রায় ৫০–৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমায় দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।