থাকবে চিরকাল

শিবুকান্তি দাশ | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

ছড়া লিখে রাজ্য জয়ে

তিনি দেখান পথ

ছড়ায় ছড়ায় জীবন গড়ায়

ছড়ায় ভবিষ্যৎ।

হাসলে ছড়া,কাঁদলে ছড়া

ছড়ার গাড়ির চল

ছন্দ তালে ছড়া ছুটে

শিউলি গোলাপ কাশও ফুটে

ছড়ায় অবিরল।

জীবন পথের চলার কথা

কত রকম অভিজ্ঞতা

সব কিছুতেই তাল;

সুকুমার বড়ুয়া

ছড়ার রাজা হয়ে তিনি

থাকবে চিরকাল।

পূর্ববর্তী নিবন্ধসুকুমার বড়ুয়া
পরবর্তী নিবন্ধরাজার আসন ধার্য