থাইল্যান্ডে রাজপরিবারের সমালোচনা করায় এক নারীকে ৪৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দেশটিতে রাজপরিবারের অবমাননায় এখন পর্যন্ত এটিই সবচেয়ে কঠোর সাজা বলে জানিয়েছে বিবিসি। এনচান নামের সাবেক ওই সরকারি কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে রাজপরিবারকে কটাক্ষ করে অডিও পোস্ট করেছিলেন বলে অভিযোগ। খবর বিডিনিউজের।
৬৩ বছর বয়সী এই নারী অবশ্য বলছেন, তিনি কেবল অডিও ক্লিপগুলো পোস্ট করেছিলেন; বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করেননি। থাইল্যান্ডের ‘লেইজ ম্যাজেস্টি’ আইনে রাজতন্ত্রের যে কোনো ধরনের অপমান বা অবমাননা নিষিদ্ধ। বিশ্বের যেসব দেশে এখনও এ ধরনের আইন আছে তার মধ্যে থাইল্যান্ডের আইনটিই সবচেয়ে কড়া। এনচানের ২০১৪ ও ২০১৫ সালে ইউটিউব ও ফেইসবুকে অডিও ক্লিপগুলো পোস্ট ও শেয়ার করার ২৯টি অভিযোগের দোষ স্বীকার করে নিয়েছেন বলে তার আইনজীবীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।