থাইল্যান্ড : ধীরেসুস্থে এগুতে চান প্রধানমন্ত্রীত্ব প্রত্যাশী পিটা

| বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১১:০৯ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হতে চাওয়া পিটা লিমজারোয়েনরাত বলেছেন, সরকার গঠন করতে পারলে রাজনৈতিক সংস্কার বিষয়ে তার দলের যে উচ্চাকাঙ্ক্ষী এজেন্ডা রয়েছে তা নিয়ে তিনি ধীরগতিতে অগ্রসর হতে আগ্রহী। কিন্তু রাজপরিবারকে অপমান নিষিদ্ধ আইনের সংস্কারে দলে যে পরিকল্পনা তা থেকে তিনি পিছু হটবেন না বলেও জানিয়েছেন। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে চলতি বছর দেশটিতে হওয়া সাধারণ নির্বাচনে জয়ী মুভ ফরোয়ার্ড পার্টির নেতা একথা বলেন। তার প্রধানমন্ত্রী হওয়ার পথে সামরিকতন্ত্রের বাধা দেওয়ার যে চেষ্টা তাকে ভাঙা রেকর্ড অভিহিত করে পিটা বলেছেন, থাইল্যান্ড এক ভিন্ন যুগে প্রবেশ করেছে যেখানে লোকজন পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.৪৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধব্রেক্সিট ভুল ছিল বলা ব্রিটিশদের সংখ্যা বাড়ছে : জরিপ