চার বছর পর সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে থাইল্যান্ডের জনগণ। রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশটির ৯৫ হাজার কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এবার প্রায় ৫ কোটি ভোটার পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ সদস্য বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন, ভোট নিয়ে উচ্ছ্বাস থাকায় এবার রেকর্ড পরিমাণ ভোট পড়ার প্রত্যাশা করছে দেশটির নির্বাচন কমিশন। ভোটে থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতোংতার্ন সিনাওয়াত্রা নেতৃত্বাধীন পুয়ে থাই পার্টি সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে বলে অনুমান করা হচ্ছে। তবে কেবল পেতোংতার্নই নয় বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুথ চান–ওচাকে সামরিক বাহিনীবিরোধী আরেকটি দল, পিটা লিমজারোয়েনরাট নেতৃত্বাধীন মুভ ফরোয়ার্ড পার্টিও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে অনেকের ধারণা। খবর বিডিনিউজের। সামপ্রতিক ইতিহাসে ডজনখানেক সামরিক অভ্যুত্থান দেখা থাইল্যান্ডের জন্য এবারের নির্বাচনকে অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে দেখা হচ্ছে। ২০১৪ সালে হওয়া সর্বশেষ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন এখনকার প্রধানমন্ত্রী প্রায়ুথই, এবার তিনি আরেক মেয়াদে প্রধানমন্ত্রী হতে লড়ছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী ৩৬ বছর বয়সী পেতোংতার্ন থাইল্যান্ডজুড়ে বাবা থাকসিনের বিশাল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অতি অল্প সময়ে গ্রামাঞ্চলের স্বল্প আয়ের মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন। এই শ্রেণির কাছে থাকসিনেরও বিপুল জনপ্রিয়তা ছিল, রাজতন্ত্রপন্থি অভিজাতরাই তাকে দেখতে পারতো না।
বিরোধীরা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার পর ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। টেলিকমিউনিকেশন বিলিয়নেয়ার থাকসিন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করলেও ২০০৮ সাল থেকে লন্ডন আর দুবাইয়ে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। আমার মনে হয়, ৮ বছর পর জনগণ এখন অভ্যুত্থানের চেয়েও আরও ভালো রাজনীতি, আরও ভালো সমাধান চাইছে, বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সমপ্রতি বলেছিলেন পেতোংতার্ন। জনমত জরিপে প্রযুক্তি প্রতিষ্ঠানের এক সময়কার নির্বাহী, ৪২ বছর বয়সী পিটা লিমজারোয়েনরাটের মুভ ফরোয়ার্ডের জনপ্রিয়তাও তরতর করে বাড়তে দেখা গেছে।