থাইল্যান্ডে ব্রোঞ্জের পর রুপা জিতলেন সাঁতারু সামিউল

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:২৭ পূর্বাহ্ণ

থাই ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে গত শনিবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জপদক জেতেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম। গতকাল রোববার ৫০ মিটার ব্যাকস্ট্রোকে জিতেছেন রৌপ্য পদক। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে দ্বিতীয় হতে সামিউল সময় নিয়েছেন ২৭.১৭ সেকেন্ড, যা এই ইভেন্টে তার ক্যারিয়ার সেরা টাইমিং। এর আগে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে তার টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড। এই ইভেন্টে ২৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন থাইল্যান্ডের সাঁতারু তোনাম। আর ব্রোঞ্জ জিতেছেন তুর্কমিনিস্তানের গুরবান, টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড। বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে থাইল্যান্ডে আছেন সামিউল। তারই অংশ হিসেবে উন্নত প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। এ মাসেই মালয়েশিয়ান ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বাংলাদেশের তরুণ সাঁতারু। আগামী ২৪ থেকে ২৭ এপ্রিল কুয়ালালামপুরে মালয়েশিয়ান ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে বিশ্বের প্রায় ৩০টি দেশের সাঁতারুরা অংশ নেবেন। গত বছর মালয়েশিয়ায় হওয়া এ প্রতিযোগিতায় রুপা জিতেছিলেন সামিউল।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে আন্তর্জাতিক ক্রীড়া দিবসে প্রীতি ফুটবল ম্যাচ-র‌্যালি অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধগোসাইলডাঙ্গা ফুটবল চ্যাম্পিয়নশিপ সম্পন্ন