থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে গুলি, নিহত ৩৮

স্ত্রী-সন্তানকে মেরে হামলাকারীর আত্মহত্যা, তার পিস্তলটি বৈধ ছিল

| শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

থাইল্যান্ডে প্রাক-প্রাথমিক শিশুদের একটি ডে কেয়ার সেন্টারে সাবেক এক পুলিশ কর্মকর্তার নির্বিচার গুলি ও ছুরি হামলায় ৩৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিবিসি জানায়, পুলিশ প্রথমে ৩৪ জন নিহত হওয়ার কথা জানালেও পরে এক সংবাদ সম্মেলনে নিহত অন্তত ৩৮ বলে নিশ্চিত করেছে। থাইল্যান্ডের উত্তরপূবাঞ্চলীয় নং বুয়া লামফু প্রদেশের উথাই সাওয়ান শহরে ঘটনা ঘটেছে। শহরটি রাজধানী ব্যাংকক থেকে ৫০০ কিলোমিটার উত্তরপূর্বে। জেলা কর্মকর্তা জিদাপা বুনসাম রয়টার্সকে জানিয়েছেন, দুপুরের খাবারের সময় সন্দেহভাজন বন্দুকধারী যখন ডে কেয়ার সেন্টারটিতে যান তখন সেখানে প্রায় ৩০ জনের মতো শিশু ছিল। তার হামলায় নিহতদের মধ্যে ২২টি শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক সম্পর্কিত কারণে ওই সন্দেহভাজনকে পুলিশ থেকে অব্যহতি দেওয়া হয়। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।
এই ঘটনায় জড়িত সাবেক ওই পুলিশ সদস্য তার স্ত্রী ও সন্তানকে খুন করার পর নিজেও আত্মহত্যা করেছেন। নিহতদের মধ্যে ২২টি শিশু রয়েছে। ডে-কেয়ার সেন্টারটিতে দুপুরের খাবার সময় ৩০টি শিশু ছিল। থাইল্যান্ডের জাতীয় পুলিশ প্রধান জেনারেল ডমরংসাক কিত্তিপ্রপাস বলেন, হামলাকারী হামলায় যে নাইন এমএম পিস্তলটি ব্যবহার করেন সেটি তার নিজের নামে নিবন্ধিত। নিজের পিস্তলের পাশাপাশি হামলায় একটি ছুরিও ব্যবহার করেন ওই হামলাকারী। এই লোক প্রথমে যে চার-পাঁচ কর্মীকে গুলি করেন, তার মধ্যে আট মাসের গর্ভবতী এক শিক্ষিকাও ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমিনিটেই চোখ দেখে হৃদরোগের ঝুঁকি বলেদেবে এআই
পরবর্তী নিবন্ধজুলুস উপলক্ষে যানবাহন চলাচলে নির্দেশনা