থাইল্যান্ডে ঝড়ে ধসে পড়ল স্কুলের ছাদ, নিহত ৭

| বুধবার , ২৪ মে, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

থাইল্যান্ডে ঝড়ে একটি স্কুলের খেলার মাঠের ছাদ ধসে চার শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে। নিহত শিশুদের বয়স ছয় থেকে ১৩ বছরের মধ্যে। বৃষ্টি থেকে বাঁচতে তারা ফিচিত প্রদেশের ওয়াট নার্ন পর প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়ছিল। ব্যাংককের ৩০০ কিলোমিটার উত্তরের এই প্রদেশের জনসংযোগ দপ্তর ও দুর্যোগ প্রতিরোধ বিভাগ ফেসবুক পোস্টে এতথ্য জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সোমবার স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটের দিকে ঝড় শুরু হয়। ঝড়ভারী বৃষ্টিতে ছাদটি হঠাৎ ধসে পড়ে। প্রদেশের জনসংযোগ দপ্তর জানিয়েছে ১৮ জন অন্তত আহত হয়েছেন। খবর বাংলানিউজের। থাইল্যান্ডে বর্ষাকালের শুরুতে দুর্ঘটনা ঘটল। আসন্ন কয়েক দিনের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ চলতি সপ্তাহে থাইল্যান্ডের উত্তর দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সোমবার থেকে বর্ষাকাল শুরু হয়েছে। থাইল্যান্ডে নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের মান কখনো কখনো শিথিল হয়ে থাকে। দেশটিতে ভবন ধসে পড়ার ঘটনা অজানা নয়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৯.৬১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধরপ্তানির আগে কফ সিরাপ পরীক্ষা বাধ্যতামূলক করল ভারত