থাইল্যান্ডে জরুরি অবস্থা ২ মাসের জন্য বৃদ্ধি

মৃদুল বড়ুয়া, ব্যাংকক (থাইল্যান্ড) থেকে | মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ১১:৩৪ অপরাহ্ণ

আজ মঙ্গলবার (২০ জুলাই) মন্ত্রিসভা স্থানীয় কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সেপ্টেম্বরের শেষ পর্যন্ত দেশব্যাপী জরুরি অবস্থা দুই মাস বাড়িয়েছে।
থাইল্যান্ডে বিগত সপ্তাহ ধরে কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় থাই সরকার এই সিদ্বান্ত নিয়েছে।
রাজধানী ব্যাংকক সহ আরো ১৩টি প্রদেশে কোভিড-১৯ ব্যাপক হারে বৃদ্ধির কারণে ব্যাংককের বিদেশী পর্যটকদের কেন্দ্রীয় দর্শনীয় স্থান ও ব্যবসায়িক অঞ্চল খ্যাত রাঁচাপ্রসং মোড়ের বিখ্যাত ইরওয়ান মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে আজ মন্দিরের কাছে খুব কম ছিল গাড়ি চলাচল।
থাই সরকারের উপ-মুখপাত্র ট্রাইসুরি তাইসরানকুল বলেছেন, “জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবিত আদেশে আগস্টের ১ তারিখ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি)সরকারের কোভিড-১৯ পরিস্থিতি প্রশাসনের কেন্দ্রের অপারেশন ইউনিট হিসাবে কাজ করে।”
জনগণের সুরক্ষার স্বার্থে কোভিড-১৯ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের দ্রুত বাস্তবায়নের সুবিধার্থে এই জরুরি অবস্থা বাড়ানোর প্রয়োজন ছিল বলে জানিয়েছেন তিনি।
রাজধানী ব্যাংককে প্রতিদিন নথিভুক্ত হওয়া হাজার হাজার নতুন কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি যেখানে সহজেই সংক্রমণযোগ্য এবং ড্রাগ-প্রতিরোধী কোভিড-১৯ এর ভ্যারিয়েন্টগুলো ছড়িয়ে পড়ছে সেজন্য এই সিদ্ধান্তটি নেয়া হয়।
তিনি বলেন, “জনস্বাস্থ্য মন্ত্রণালয় দেশে প্রতিদিন নতুন সংক্রমণের সংখ্যা ১০ হাজারের বেশি এবং ১০০ জনের বেশি প্রাণহানির কথা জানিয়েছেন।”

পূর্ববর্তী নিবন্ধশেষ ওয়ানডেতেও জিম্বাবুয়েকে হারাল টাইগাররা
পরবর্তী নিবন্ধঅবশেষে কারাগারে বিয়ে