থাইল্যান্ডের নাখন রাচাসিমা প্রদেশে নির্মাণ কাজে ব্যবহৃত বিরাট এক ক্রেন একটি চলন্ত ট্রেনের ওপর ভেঙে অন্তত ৩২ জনের প্রাণ গেছে, আহত হয়েছেন আরো ৬৬ জন। বিবিসি জানিয়েছে, ব্যাংকক শহরের উত্তরে নাখন রাচাসিমা প্রদেশের বান থানন খোট এলাকায় গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রয়টার্স জানিয়েছে, ট্রেনের বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। এখন পর্যন্ত উদ্ধারকারীরা ২৫টি মরদেহ উদ্ধার করেছেন বলে জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজের।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লাওস সীমান্ত থেকে থাইল্যান্ডের রাজধানী পর্যন্ত একটি দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল ক্রেনটি। আর ট্রেনটি যাচ্ছিল রাজধানী ব্যাংকক থেকে দেশের উত্তর–পূর্বাঞ্চলে উবন রাচাসিমার দিকে। রয়টার্স লিখেছে, বিরাট ওই ক্রেন ভেঙে ট্রেনের একটি বগির ওপর পড়লে ট্রেনের বাকি অংশ লাইনচ্যুত হয়ে যায় এবং আগুন ধরে যায়। তাতেই এ হতাহতের ঘটনা ঘটে। থাইল্যান্ডের স্টেট রেলওয়ে জানিয়েছে, আসন বিন্যাস অনুযায়ী দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে মোট ১৯৫ জন যাত্রী ছিলেন। তবে প্রকৃত সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে।
থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী ফিপাত রাচাকিতপ্রাকার্ন স্টেট রেলওয়ে অব থাইল্যান্ডের গভর্নরকে দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, কর্মকর্তারা আহতদের পরিচয় যাচাই করছেন এবং তাদের অবস্থার ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে। পাশাপাশি নিহতরা যদি ট্রেনের কর্মী হয়ে থাকেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। বিবিসি লিখেছে, দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে থাইল্যান্ডের অর্থায়নে, তবে সেখানে চীনের প্রযুক্তি এবং রোলিং স্টক ব্যবহৃত হচ্ছে।












