থাইল্যান্ডে আর্চারির শেষ ষোলোয় বাংলাদেশের তিন প্রতিযোগী

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশের তিন আর্চার নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশা আলো ছড়ালেন র‌্যাঙ্কিং রাউন্ডে। বাই পেয়ে মেয়েদের রিকার্ভ এককের শেষ ষোলোয় উঠেছেন তিন জনই। থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-১) কোয়ালিফিকেশন রাউন্ডে বুধবার নাসরিন ৬৪২ স্কোর করে দ্বিতীয় হন। দিয়া ৬১৬ স্কোর করে অষ্টম এবং নিশা ৬০৮ স্কোর করে ৯ম হয়েছেন। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে নাসরিন-দিয়া-নিশাকে নিয়ে গড়া বাংলাদেশ দল ১৮৬৬ স্কোর করে ২য় হয়েছে। সেমি-ফাইনালে তারা মুখোমুখি হবে কাজাখস্তানের। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের হয়ে খেলেন রোমান সানা ও নাসরিন; দুজনের ১২৯৫ স্কোর নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ। কোয়ার্টার-ফাইনালের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধফ্রেন্ডস ক্লাব-পাইরেটসের রানার্স আপের লড়াই আজ
পরবর্তী নিবন্ধআলোর ঠিকানা ও বন্দর সাদা দল সুপার পর্বে