থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার সিক্স শুরু করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি নারী টিটোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স শুরু করবে বাংলাদেশ দল। আগামীকাল ২৮ জানুয়ারি কাঠমান্ডুর মুলপানিতে থাইল্যান্ডের মুখোমুখি হবে তারা। থাইল্যান্ড ছাড়াও সুপার সিক্সে নিজেদের শেষ দুই ম্যাচে যথাক্রমেস্কটল্যান্ড ও নেদারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কীর্তিপুরে ৩০ জানুয়ারি স্কটল্যান্ড এবং পহেলা ফেব্রুয়ারি মুলপানিতে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপ পর্বে ৪ ম্যাচ খেলে ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল তারা। এই গ্রুপ থেকে আয়ারল্যান্ড (৬ পয়েন্ট) দ্বিতীয় ও যুক্তরাষ্ট্র (৪ পয়েন্ট) তৃতীয় হয়। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ সেরা হয় নেদারল্যান্ডস। স্কটল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ এবং ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় থাইল্যান্ড। টুর্নামেন্টের নিয়মনুসারে দুই গ্রুপ থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্সে যাবে। সুপার সিক্স শেষে সেরা চার দল বিশ্বকাপের মূল পর্বের খেলার টিকেট পাবে। আগামী জুনজুলাইয়ে ইংল্যান্ডে হতে যাওয়া দশম নারী টিটোয়েন্টি বিশ্বকাপে ৮টি দল ইতোমধ্যে খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে ইংল্যান্ড, ২০২৪ সালের আসরের পারফরমেন্সের সুবাদে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং র‌্যাংকিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলংকা মূল পর্বে জায়গা করে নিয়েছে।

বাছাই পর্বের সুপার সিক্সে বাংলাদেশের তিন ম্যাচের সূচি : ২৮ জানুয়ারি : বাংলাদেশথাইল্যান্ড, মুলপানি,৩০ জানুয়ারি : বাংলাদেশস্কটল্যান্ড, কীর্তিপুর, ১ ফেব্রুয়ারি : বাংলাদেশনেদারল্যান্ডস, মুলপানি।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
পরবর্তী নিবন্ধবাংলাদেশি সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি