থাইল্যান্ডের নির্বাচনে বিরোধীদের কাছে পরাস্ত সামরিক দলগুলো

| মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:২৯ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের নির্বাচনে সামরিক বাহিনীর মিত্র দলগুলোকে হারিয়ে চমকপ্রদ জয় পেয়েছে দুই বিরোধীদল মুভ ফরোয়ার্ড পার্টি ও পুয়ে থাই পার্টি। রোববারের নির্বাচনের ৯৯ শতাংশ ভোট গণনার পর এই দুটি দল অন্যদের ছাড়িয়ে অনেকদূর এগিয়ে রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই ভোটের মাধ্যমে থাইল্যান্ডের ভোটাররা দেশটির সামরিক বাহিনী সমর্থিত সরকারকে প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চানওচাকে সমর্থনকারী দলগুলো জনসমর্থনের দিক থেকে বেশ পেছনে পড়ে গেছে। খবর বিডিনিউজের।

এখন দুই বিরোধীদল, মুভ ফরোয়ার্ড ও পুয়ে থাই জোট গঠনের জন্য আলোচনা শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। সামপ্রতিক ইতিহাসে ডজনখানেক সামরিক অভ্যুত্থান দেখা থাইল্যান্ডের জন্য এবারের নির্বাচনকে অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে দেখা হচ্ছে। ২০১৪ সালে হওয়া সর্বশেষ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন এখনকার প্রধানমন্ত্রী প্রায়ুথ, এবার তিনি আরেক মেয়াদে প্রধানমন্ত্রী হতে লড়ছিলেন। কিন্তু সামরিক বাহিনী বিরোধী মুভ ফরোয়ার্ড ও পুয়ে থাই প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে।

ভোটের প্রাথমিক ফলাফলে সাবেক প্রযুক্তি নির্বাহী পিটা লিমজারোয়েনরাট (৪২) নেতৃত্বাধীন মুভ ফরোয়ার্ড পার্টি সবচেয়ে এগিয়ে আছে, তাদের পরেই আছে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পায়েতোংতার্ন সিনাওয়াত্রা নেতৃত্বাধীন পুয়ে থাই পার্টি।

রয়টার্সের হিসাব অনুযায়ী, এই দুই দল জান্তার রাজনৈতিক বাহন পালাং প্রচারত ও সেনাবাহিনী সমর্থিত থাই নেশন পার্টির চেয়ে তিনগুণ বেশি আসনে জয়ী হওয়া পথে রয়েছে। পিটা এই ফলাফলকে দারুণ উদ্দীপনামূলক বলে বর্ণনা করে সরকার গঠন করার সময় তার দল সামরিক বাহিনী সমর্থিত দলগুলোর বিরোধিতা করে যাবে প্রতিশ্রুতি দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.০০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধচীনে মার্কিন নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড