থাইল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারলো ঋতুপর্নারা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের কাছে প্রথম দুই গোলে পিছিয়ে পড়ার পর শামসুন্নাহার জুনিয়রের হেডে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু সময় এগোনোর সাথে সাথে সেই সম্ভাবনা হতাশা হয়ে দেখা দিল। শেষ পর্যন্ত বড় হার দিয়ে থাইল্যান্ড সফর শেষ করল পিটার জেমস বাটলারের দল। অ্যানিভার্সারি স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় প্রীতি ম্যাচে ৫১ গোলে হারে বাংলাদেশ। প্রথম প্রীতি ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩০ গোলে হেরেছিল দল। ফিফার বর্তমান র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১০৪তম) চেয়ে অনেক এগিয়ে থাকা থাইল্যান্ড (৫৩তম) দুই ম্যাচেই আধিপত্য বজায় রাখলো। আগামী মার্চের উইমেন’স এশিয়ান কাপের প্রস্তুতি নিতে যাওয়া ঋতুপর্ণাতহুরাদের দেখিয়েও দিল ব্যবধান। শুরু থেকে থাইল্যান্ডের সাথে সমানে সমানই লড়ছিল বাংলাদেশ। কিন্তু দ্বাদশ মিনিটে অতিরিক্ত হাইলাইন ডিফেন্সের মাশুল গুণতে হয় দলকে। মাঝমাঠ থেকে সতীর্থের রক্ষণ চেরা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন অধিনায়ক সোয়ালাক পেঙ্গনাম। অনেকটা এগিয়ে ওয়ান অন ওয়ান পজিশনে পেয়ে যান রুপনা চাকমাকে। তার পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন পেঙ্গনাম। একটু পর একইভাবে সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে ধরেছিলেন পেঙ্গনাম। তবে তিনি শট নেওয়ার আগে শিউলি আজিম নিখুঁত ট্যাকলে বিপদমুক্ত করেন। ২০তম মিনিটে শিউলিই বঙের কোণা থেকে বাম পায়ের শটে চেষ্টা করেন, কিন্তু বল সরাসরি যায় গোলকিপারের কাছে। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় থাইল্যান্ড। নিজেদের অর্ধ থেকে সতীর্থের লং পাস আবারও অফসাইডের ফাঁদ ফাঁকি দিয়ে নিয়ন্ত্রণে নেন জিরাপর্ন মঙ্গকোলদে। পিছু ছোটা নবীরনআফঈদাদের গতিতে পরাস্ত করে ঠাণ্ডা মাথার চিপ শটে জাল খুঁজে নেন তিনি। পাঁচ মিনিট পর ম্যাচে ফেরার উপলক্ষ্য পায় বাংলাদেশ। মনিকা চাকমার কর্নারে অনেকটা লাফিয়ে শামসুন্নাহার জুনিয়রের নেওয়া হেড পোস্টের ভেতরের দিকে লেগে ঠিকানা খুঁজে পায়। ম্যাচে বাংলাদেশের ঝলক বলতে এতটুকুই। রক্ষণের দুর্বলতায় ৩৫তম মিনিটে ফুটে ওঠে আবারও। আফঈদাশামসুন্নাহার সিনিয়রের ফাঁক দিয়ে বেরিয়ে চিপ শটে লক্ষ্যভেদ করেন মাদিসন কাস্তিন। পোস্ট ছেড়ে বেরিয়ে এসে রুপনাও পারেননি আক্রমণ রুখতে। প্রথমার্ধের শেষ দিকে রুপনার দৃঢ়তায় ব্যবধান বাড়েনি। বক্সের ভেতরে সতীর্থে ছোট পাস ফাঁকায় পেয়েছিলেন পেঙ্গনাম। তার শট দারুণ ক্ষিপ্রতায় পা দিয়ে আটকে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল পায় থাইল্যান্ড। ৫৪তম মিনিটে মাদিসনের উঁচু শট পোস্ট ছেড়ে বেরিয়ে আসা রুপনার মাথার উপর দিয়ে জালে জড়ায়। এরপর ৫৮তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান আরও বাড়ান জিরাপর্ন। বঙে তাকে কোহাতি কিসকু পেছন থেকে ফাউল করলে পেনাল্টি পায় থাইল্যান্ড। জয় অনেকটা নিশ্চিত হয়ে গেলেও বাংলাদেশের রক্ষণে চাপ ধরে রাখে থাইল্যান্ড। রুপনা রুখে দেন তাদের কয়েকটি প্রচেষ্টা। শেষ দিকে পোস্টের বাইরে মেরে জানিস্তা ভালো একটি সুযোগ নষ্ট করলেও বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

পূর্ববর্তী নিবন্ধআঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধসালমানের মৃত্যুতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শাবনূর