ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকাদান স্থগিতের পর অক্সফোর্ডের তৈরি টিকাটি দেয়া স্থগিত করেছে থাইল্যান্ডও। টিকা নেয়ার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার রিপোর্টে ইউরোপীয় দেশসমূহের পর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিও টিকাপ্রদান স্থগিত করল। যদিও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অঙফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ টিকা নেয়ার সঙ্গে শরীরে রক্ত জমাট বাঁধার ঝুঁকির কোনো ইঙ্গিত নেই।
গার্ডিয়ানের খবরে বলা হয়, শুক্রবার থাইল্যান্ডে অঙফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা কর্মসূচি শুরু করার কথা ছিল। দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার প্রথম টিকা নেয়ার কথা ছিল। কিন্তু দেশটি হঠাৎ টিকা প্রদান কর্মসূচি স্থগিত করল।