থাইল্যান্ডকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

এএইচএফ কাপ হকি

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ থাইল্যান্ডকে ২১ গোলে হারিয়েছে। বৃষ্টির কারণে বাংলাদেশথাইল্যান্ড ম্যাচ এক ঘন্টা দেরিতে শুরু হয়। গ্রুপে তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। আজকের ম্যাচের পর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে। ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করেন। ছয় মিনিট পর ক্রাইউচ ফিল্ড গোল করে খেলায় সমতা আনেন। ১১ সমতা নিয়ে দুই দল ড্রেসিংরুমে ফেরে। বিরতির পর খেলা শুরু হওয়ার মিনিট চারেকের মধ্যে আরশাদ হোসেন গোল করে আবার বাংলাদেশকে লিড এনে দেন। ম্যাচের বাকি ২৬ মিনিট দুই দলই গোলের চেষ্টা করেছে। কেউই গোল করতে না পারায় ২১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। আরশাদের গোলটি বাংলাদেশের জয়সূচক হয়। যদিও ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন আশরাফুল ইসলাম। বাংলাদেশ আগের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষেও কষ্টার্জিত জয় পেয়েছে। খেলা শেষ হওয়ার ২০ সেকেন্ড আগের গোলে জিতেছে। বাংলাদেশ বিগত সময়ে থাইল্যান্ডইন্দোনেশিয়াকে বেশ সহজে হারালেও এবার বেশ ঘাম ঝরাতে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধনারী ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাহিদা উন্নতি হয়েছে শারমিন ও রিতু মনির
পরবর্তী নিবন্ধ২৭০ কিংবা ২৮০ রানের লক্ষ্য চান মোমিনুল