ইতিহাস গড়ল বাংলাদেশ হকির যুবারা। থাইল্যান্ডকে উড়িয়ে প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলার টিকেট পেয়েছে বাংলাদেশ। ওমানে অনুষ্ঠিত যুব এশিয়া কাপ এবং যুব বিশ্বকাপের বাছাইপর্বে মঙ্গলবার থাইল্যান্ডকে ৭–২ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। এতে নিশ্চিত হয় টেবিলের সেরা ছয়ে থাকা। এই ছয়টি দলই খেলবে জুনিয়র হকি বিশ্বকাপে। এই জয়ে নিশ্চিত হয় আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের যুবাদের খেলা। জাতীয় দল না পারলেও যুব দলের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্ব আসরে খেলার স্বাদ পেতে যাচ্ছে বাংলাদেশ। ওমানের মাসকটে গতকালের ম্যাচে পুরোটা সময়ই আধিপত্য বিস্তার করে খেলেছে মেহরাব হাসানের দল। জোড়া গোল করেছেন মোহাম্মদ জয় ও মোহাম্মদ আব্দুল্লাহ। ম্যাচের তৃতীয় মিনিটে ডেডলক ভাঙেন জয়। তিন মিনিট পর পেনাল্টি কর্নারে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আব্দুল্লাহর গোলে ব্যবধান হয় ৩–০। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে থাইল্যান্ড গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। তবে তারা তো ফিরতে পারেনি উল্টো বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে গোল আরও বেশি হয়েছে। ৩৪তম মিনিটে বাংলাদেশ আবারও গোলের ধারায় ফেরে। সতীর্থের পাসে মোহাম্মদ হাসান রিভার্স হিটে জাল কাঁপান। তবে ৩৫তম মিনিটে আবারও এক গোল শোধ দেয় থাইল্যান্ড। পেনাল্টি কর্নার থেকে ফুমি কৃটসানা দারুণ এক হিটে স্কোরলাইন ৪–২ করেন। ৩৬তম মিনিটে মোহাম্মদ ইসলামের পাসে মোহাম্মদ খান কিছুটা ধীরেসুস্থে থাইল্যান্ডের জালে বল পাঠান। ৩৯তম মিনিটে হয়েছে ষষ্ঠ গোল। নিজের দ্বিতীয় গোলের দেখা পান জয়। ৪৮তম মিনিটে আব্দুল্লাহও জোড়া গোল পূর্ণ করেন। ইতিহাস গড়া এই প্রাপ্তির মঞ্চ অবশ্য তৈরি হয়েছিল বাছাইয়ের গত ম্যাচগুলোর সাফল্যে দিয়ে। স্বাগতিক ওমানের বিপক্ষে ৩–১ গোলের জয়ের পর দ্বিতীয় ম্যাচে অবশ্য ফেবারিট পাকিস্তানের কাছে ৯–০ গোলে বিধ্বস্ত হয়। শক্তিশালী চীনের সঙ্গে ১–১ এবং মালয়েশিয়ার বিপক্ষে ২–২ ড্র করেছিল বাংলাদেশ। থাইল্যান্ড ম্যাচে সমীকরণ ছিল জিতলেই মূলপর্ব নিশ্চিত। দাপুটে জয়ে সে লক্ষ্য পূরণ করে বাংলাদেশ। ম্যাচে কখনই থাইল্যান্ড বাংলাদেশের জন্য দুর্ভাবনার কারণ হতে পারেননি। শেষের বাঁশি বাজতেই প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলার উচ্ছ্বাসে মেতে ওঠে যুবারা। বিশ্বকাপ খেলার লক্ষ্য পূর্ণ হলেও এখনো আসর শেষ হয়নি বাংলাদেশের। আজ পঞ্চম স্থান লড়াইয়ের ম্যাচে মাঠে নামবে তারা। প্রতিপক্ষ হিসেবে পাবে চীন–দক্ষিণ কোরিয়ার মধ্যকার জয়ী দলকে।