থলের বিড়াল বেরিয়ে এলো
থাকলো না আর থলেতে,
এবার তার হচ্ছে বিচার
অলিতে আর গলিতে।
রোজ সে খেত বেছে বেছে
বড় মাছের মাথা,
মাথা খেতে গিয়ে এবার
অবস্থা তার যা–তা।
নিজের মূত্রে আছাড় খেয়ে
পড়লো ধপাস করে,
মাছের কাঁটা আটকে গেলো,
গলার ভিতরে।
বলবে কারে মনের জ্বালা
দোষটা দেবে কারে?
মুখোশটা যে খুলে গেছে
লোভের ফাঁদে পড়ে।