থমকে গেছে সীমান্ত বাণিজ্য

মিয়ানমারে সংঘর্ষ

এম এ আজিজ রাসেল, টেকনাফ | সোমবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে থমকে গেছে সীমান্ত বাণিজ্য। কয়েক মাস ধরে এ লড়াইয়ের কারণে টেকনাফ স্থল বন্দর দিয়ে আমদানিরপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে থমকে গেছে উভয় পাড়ের সীমান্ত বাণিজ্য। যার ফলে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

মিয়ানমারের রাখাইনের মংডু ও আকিয়াবসহ বিভিন্ন নদী বন্দরের সঙ্গে টেকনাফ স্থল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম চলে। কিন্তু এখন যুদ্ধ পরিস্থিতিতে টেকনাফ বন্দরের কার্যক্রম প্রায় বন্ধ। বন্দরে মিয়ানমার থেকে আসে কাঠ, সুপারি, মাছ, আদা, হলুদ, মরিচ, পেঁয়াজ, শুটকি, ছোলা, ডাল, চাল ও আচার। টেকনাফ থেকে সেখানে যায় প্লাস্টিক সামগ্রী, তৈরি পোশাক, চিপস, অ্যালুমিনিয়াম, ওষুধ, প্রসাধনী ও বিভিন্ন খাদ্যসামগ্রী।

টেকনাফ স্থল বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতির কারণে আমদানিরপ্তানি কার্যক্রম এক প্রকার স্থবিরই বলা চলে। এখানকার লোকজন আতঙ্কে রয়েছেন। আগে যেখানে প্রতি মাসে দেড়শ থেকে দুইশ ইঞ্জিনচালিত বড় বোটে করে পণ্য আনানেওয়া হতো, সেখানে গত আড়াই মাসে এসেছে ২৫ থেকে ৩০টি। অর্থবছর ২০২২২৩ সালে আমদানি ১,৯৯,২১৯ মেট্রিক টন ও রপ্তানি ৩৫২৩ মেট্রিক টন। বিপরীতে রাজস্ব আয় ৭.৬৩ কোটি টাকা। গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত টেকনাফ বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল বলে জানান এক কর্মকর্তা। নভেম্বরে মিয়ানমারের রাখাইনে কারফিউ চলছিল। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত টেকনাফ স্থলবন্দরের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম চলে মূলত রাখাইন রাজ্য হয়ে। রাখাইনের রাজধানী সিত্তও, যাকে বলা হয় আকিয়াব। মংডু এ রাজ্যেরই অংশ।

মিয়ানমারে যে তিনটি বিদ্রোহী গোষ্ঠী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স জোট করে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে তার অন্যতম আরাকান আর্মি (এএ) মূলত রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়ছে। গত বছরের ২৭ অক্টোবর মিয়ানমারের তিনটি গোষ্ঠী এক জোট হয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ চালিয়ে ছোট ছোট শহর ও সেনাপোস্ট দখল করে। রাখাইনে আরাকান আর্মি তুমুল আক্রমণ চালালে নভেম্বরে সেখানে কারফিউ জারি করা হয়। ফলে যুদ্ধ পরিস্থিতিতে তখন থেকেই রাখাইনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক কার্যক্রম থেমে যায়। ওই অবস্থা এখনো চলছে।

গতকাল টেকনাফ স্থলবন্দরে গিয়ে দেখা যায়, বন্দরের জেটি ফাঁকা পড়ে আছে। দুটি কার্গো ট্রলার ও একটি জাহাজ রয়েছে। কার্যক্রম তেমন না থাকায় বন্দরের কর্মরত শ্রমিকরা অলস সময় পার করছেন। স্থলবন্দরকে কেন্দ্র করে টেকনাফকক্সবাজার সড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাটও প্রায় বন্ধ। স্বাভাবিক সময়ে আগে বন্দরের প্রধান ফটকে ট্রাক ও কাভার্ড ভ্যানের জটলা দেখা মিললেও গতকাল সেখানে গিয়ে কোনো যানবাহন চোখে পড়েনি। নাফ নদীতেও নেই পণ্যবোঝাই ট্রলার ও জাহাজ।

তবে বন্দরের খোলা জায়গা ও গুদামে মিয়ানমার থেকে আগে আসা বিভিন্ন ধরনের কাঠ, আদা, সুপারি, শুটকি, নারকেল, আচারসহ বিভিন্ন ধরনের কিছু পণ্য মজুদ রয়েছে। পুরো টেকনাফ বন্দরে নীরবতা। অলস সময় পার করছেন শ্রমিক ও বন্দরের কর্মকর্তারা।

স্থল বন্দরের শ্রমিকদের মাঝি (দলনেতা) আবদুল আমিন বলেন, অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। স্বাভাবিক সময়ে বন্দরে প্রতিদিন ২০ থেকে ২৫টি ট্রাক লোডআনলোড হয়, কিন্তু ওপারে যুদ্ধ পরিস্থিতির কারণে এখন এক সপ্তাহে চারপাঁচটির বেশি ট্রাক বন্দর ছেড়ে যাচ্ছে না।

টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক সিআইপি মোহাম্মদ সেলিম বলেন, সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির কারণে কয়েক মাস ধরে টেকনাফ স্থল বন্দর দিয়ে আমদানিরপ্তানি কমেছে। আকিয়াব বন্দরে কিনে রাখা শত শত টন আদা, নারকেল, মাছ ও সুপারি মজুদ আছে। এগুলো না আনতে না পারলে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হবে।

বন্দরের স্বাভাবিক কার্যক্রম না থাকায় রাজস্ব না আসার কথা বলেন টেকনাফ স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা মোশাররফ হোসেনও।

বন্দর কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে মংডু থেকে অনেক পণ্য আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে আকিয়াব ও ইয়াঙ্গুন বন্দরে জাহাজ চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। গত শুক্রবার দুটি ট্রলারে করে দেড় হাজার বস্তা আদা, নারিকেল, আচার, সুপারি, শুটকি আমদানি হয়েছে।

মিয়ানমারের অভ্যন্তরে লড়াইয়ের কারণে সীমান্তে স্থলপথের পাশাপাশি নৌপথেও নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ। ওপারের সংঘাতময় পরিস্থিতিতে টেকনাফ সীমান্তের নাফ নদী ও উপকূলীয় অংশে নিরাপত্তায় টহল জোরদার করার কথা বলেছে উপকূল রক্ষী বাহিনী কোস্ট গার্ড। টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজগুলোকেও কোস্ট গার্ড নিরাপত্তা দিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকারাগারে বিএনপির ১৩ নেতাকর্মীর মৃত্যুর ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
পরবর্তী নিবন্ধমেয়রকে চট্টগ্রাম নিয়ে লেখা কবিতা শোনালেন ফিলিপাইনের রাষ্ট্রদূত