ত্রয়োদশ আন্তঃধর্মীয় সমপ্রীতি সম্মিলন কাল

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

ত্বরিকামাইজভাণ্ডারীয়ার প্রতিষ্ঠাতা গাউসুল আযম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (.) এর জন্ম দ্বিশত বর্ষপূর্তি ও ১২০তম মহান ১০ মাঘ উরস শরিফ উদযাপনের অংশ হিসেবে তাঁর মহান অসাম্প্রদায়িক মতাদর্শ প্রতিপালনে নিবেদিত প্রতিষ্ঠান মাইজভাণ্ডারী একাডেমির আয়োজনে আগামীকাল বুধবার বিকাল সাড়ে ৫.৩০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাইবিপ্লব স্মৃতি হলে ত্রয়োদশ আন্তঃধর্মীয় সমপ্রীতি সম্মিলন অনুষ্ঠিত হবে। সম্মিলনের প্রতিপাদ্য বিষয় ‘পরিবর্তনশীল বিশ্বে ধর্মসাম্যের প্রয়োজনীয়তা ও ধর্মগ্রন্থসমূহের দিকনির্দেশনা’।

আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাবি পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউম্যারারি প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, পটিয়া পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবীশ্বরানন্দপুরী মহারাজ, ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, ফাদার প্যট্রিক গমেজ। এস জেড এইচ এম ট্রাস্টের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে অতিথিগণের আসন গ্রহণ, পবিত্র ধর্ম গ্রন্থসমূহ থেকে পাঠ, প্রতিপাদ্য বিষয়ে আলোচনা, প্রশ্নউত্তর পর্ব। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির আহ্বায়ক ও চবি অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমির ভাণ্ডার দরবারের বার্ষিক ওরশ ১৫ জানুয়ারি
পরবর্তী নিবন্ধ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো সংগঠনের ভোট নয়: ইসি