ত্রিশ লক্ষ শহীদের রক্তে কেনা আকাশ ও জলসীমা কেউ ছিনিয়ে নিতে পারবে না

১৪ দলের আলোচনা সভায় সুজন

| মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

ত্রিশ লক্ষ শহীদের রক্তে কেনা আকাশ ও জলসীমা কাউকে ছিনিয়ে নিতে দেবো না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার দোস্ত বিল্ডিংস্থ চট্টগ্রাম ওয়াকার্স পার্টির কার্যালয়ে ১৪ দলের এক সভায় সভাপতির বক্তব্যে উক্ত মন্তব্য করেন তিনি। সভায় খোরশেদ আলম সুজন বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন আয়োজনের জন্য মাঠ গরম করার চেষ্টা করছে বিএনপি জামায়তসহ স্বাধীনতা বিরোধী রাজনৈতিক গোষ্ঠী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারংবার বলেছেন আপনারা নির্বাচনে আসুন। নির্বাচনই হচ্ছে ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ। কিন্তু তারা তা না করে যেনতেনভাবে ক্ষমতায় যেতে চায়। কারণ তাদের আন্দোলনে কোন জনভিত্তি নেই। ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ওয়াকার্স পার্টি চট্টগ্রাম জেলা সভাপতি এডভোকেট আবু হানিফ, ন্যাপের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য গাজী আলমগীর, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, গণআজাদী লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম আশরাফী, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য মিটুল দাশগুপ্ত, ন্যাপ মহানগর কমিটির সভাপতি বাপন দাশগুপ্ত, সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ মজুমদার, বাংলাদেশ তরীকত ফেডারেশন চট্টগ্রাম মহানগর আহবায়ক কাজী আহসানুল মোর্শেদ কাদেরী, মো. খোরশেদ আলম, মনসুর মাসুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে তমবিয়া-মমতাজ জামে মসজিদ উদ্বোধন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৪ শিক্ষার্থীর মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩