ত্রিশ রুপিতেই কোটিপতি!

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:০১ অপরাহ্ণ

জীবনে একটাও লটারি কেনেননি এমন লোক কমই রয়েছে। তবে লাখো লোকের মাঝে ভাগ্য কিন্তু সেই এক-দুজনেরই সহায় হয়। যেমন এবার ভাগ্য ফিরেছে লটারি টিকিট বিক্রেতা রামকৃষ্ণ দাসের। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের লটারি টিকিট বিক্রেতা রামকৃষ্ণ দাস সোমবার মাত্র ৩০ রুপি, বাংলাদেশের মাত্র ৩৫ টাকারও কমে নিজের জন্যই একটি টিকিট কেনেন। আর তাতেই জিতে যান এক কোটি টাকা। খবর বাংলানিউজের।
রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া রামকৃষ্ণ বলেন, প্রতিদিনই দোকানে আসা মানুষজনকে বলি, আপনার ভাগ্য পরীক্ষা করুন। তবে এবার এক ধাক্কায় নিজেরই ভাগ্য বদল হয়ে গেছে। সোমবার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হঠাৎ মনে হয়েছিল একটা লটারির টিকিট কিনি। তাই ওই টিকিটটা কিনেছিলাম। সোমবার রাতেই রামকৃষ্ণ জানতে পারেন, খামখেয়ালের বশে কেনা সে টিকিটেই তিনি কোটিপতি।

পূর্ববর্তী নিবন্ধশংকা কাটিয়ে দারুণ প্রস্তুতি তামিমের
পরবর্তী নিবন্ধকিউবায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রথম মৃত্যু