অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। দীর্ঘদিন সিনেমাটি আটকে ছিল। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণির স্বামী চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’র মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধে বড় পর্দায় হাজির হচ্ছেন। এছাড়া আরেকটি প্রধান চরিত্রে রয়েছেন ইয়াশ রোহান। খবর বাংলানিউজের।
মুক্তি উপলক্ষে প্রচারণা শুরু করেছেন সিনেমাটির সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে রোববার ফেসবুক লাইভে আসেন মিম, রাজ ও রাফী। তারা ‘পরাণ’-এ কাজের অভিজ্ঞতা ও আনুষঙ্গিক অনেক কিছু ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ফেসবুক আড্ডার এক ফাঁকে মিম ও রাজ দু’জনের কাছেই রাফী জানতে চান, শুটিং করতে গিয়ে তাদের একে-অপরের কোন বিষয়গুলো বিরক্তিকর লেগেছে?
রাজ জানান, মিমের অতিরিক্ত কথা বলা তার কাছে বিরক্তিকর লেগেছে। মিম কথা বলা শুরু করলে, বলতেই থাকেন! অন্যদিকে মিম বলেন, রাজ পুরো অস্থির। রোম্যান্টিক দৃশ্যে শুটিং করার সময় আমি রীতিমতো ভয়ে থাকতাম। মানুষ রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের সময় আরামে থাকে, আমি থাকতাম ভয়ে। ও দুই হাত দিয়ে আমার মুখে এমনভাবে ধরত, যেন দাঁত ভেঙে যাচ্ছে! শট শেষ হওয়ার পর আমি বলতাম, রাজ, প্লিজ আমাকে একটু আস্তে ধরো।
ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত পরাণ সিনেমার শুটিং হয়েছে ময়মনসিংহে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশার প্রমুখ। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ‘চলো নিরালায়’ শিরোনামের একটি গান।