ত্রিবেণী ভাবনা

নূরুল আলম জিল্লু | বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

.

শঙ্খ নদীর তীরে

অপেক্ষা !

তারপর,

তোমার!

আমার!

আবার কবে

হবে দেখা?

.

শঙ্খ নদীর মাঝি,

যদি থাকে রাজি!

নীল পাহাড়ে সাঝি,

যাবো কিন্তু আজি!

.

হয়তো আবার দেখা হবে,

জোনাকি জোৎস্নায়!

যেখানে দিগন্ত নেমেছে,

দূর কোন অজানায়!

পূর্ববর্তী নিবন্ধঅর্থনৈতিক সংকট নিরসনে চাই কার্যকরী উদ্যোগ
পরবর্তী নিবন্ধআতংকিত নাম কিশোর গ্যাং