ত্রিপোলির এক হাসপাতালে পাওয়া গেছে ৫৮ মৃতদেহ

| বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:৩০ পূর্বাহ্ণ

লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী ত্রিপোলিতে এক মিলিশিয়া বাহিনীর নিয়ন্ত্রিত একটি হাসপাতালে অন্তত ৫৮টি মৃতদেহ পাওয়া গেছে। এই মিলিশিয়া বাহিনীর নেতা গত সপ্তাহে খুন হয়েছেন। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, ত্রিপোলির ঘনবসতিপূর্ণ আবু সালিম এলাকার আবু সালিম অ্যাকসিডেন্ট হাসপাতালের মর্গের ফ্রিজে লাশগুলো পাওয়া গেছে। খবর বিডিনিউজের।

রয়টার্স জানিয়েছে, মন্ত্রণালয়টি সামাজিম মাধ্যমে মুখ ঢেকে দিয়ে নাম্বার যুক্ত মৃতদেহগুলোর ছবি প্রকাশ করেছে। তাতে বেডে ও স্টিলের ক্যারিয়ারে শায়িত বিকৃত হয়ে যাওয়া বিভিন্ন লাশের অবশিষ্টাংশ দেখা গেছে। কিছু মৃতদেহের অবশিষ্টাংশ পোড়া ছিল। এই মৃতদের পরিচয় শনাক্ত করতে একটি তদন্ত শুরু করা হয়েছে। এ পর্যন্ত ২৩টি মৃতদেহ পরীক্ষা করা হয়েছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে। ত্রিপোলির অন্যতম প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী সাপোর্ট ফোর্স অ্যাপারেটাস (এসএএসএ) এর ঘাঁটি আবু সালিমে।

পূর্ববর্তী নিবন্ধসিরিজ জয়ের মিশন আজ বাংলাদেশের
পরবর্তী নিবন্ধট্রাম্পের সমর্থন হারানোর চাপে ইসরায়েল, পিছু হটছে মিত্ররাও